স্বামী মামুনকে আদালতে নেয়া হবে আজ

0
89
স্বামী মামুনকে আদালতে নেয়া হবে আজ
স্বামী মামুনকে আদালতে নেয়া হবে আজ

ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী কলেজ ছাত্র মামুনকে (২২) আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। দুপুরের পর তাকে আদালতে নেয়া হবে।

পুলিশ সুপার আরও জানান, শিক্ষিকা খায়রুনের মৃত্যুর বিষয়ে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। তার মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এদিকে নাটোর সদর হাসপাতালের তিন সদস্যের মেডিকেল টিম শিক্ষিকা খায়রুনের মরদেহের ময়না তদন্ত করলেও কোন প্রতিবেদন দাখিল করেনি। ময়না তদন্ত সম্পন্নের পর ভিসেরা রিপোর্টের জন্য আলামত ঢাকায় পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান পুলিশ সুপার।