স্বস্তির খবর, হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

0
169
শনি
শনি ও রোববার বৃষ্টি কম থাকলেও, সোমবার থেকে বাড়বে

চলমান তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সারাদেশে আজ থেকে চলছে তিন দিনের হিট অ্যালার্ট। গরমে হাঁসফাঁস করছে দেশ। এরই মাঝে স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।  একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।