চলমান তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। সারাদেশে আজ থেকে চলছে তিন দিনের হিট অ্যালার্ট। গরমে হাঁসফাঁস করছে দেশ। এরই মাঝে স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্ধিত ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।