স্কটল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

0
40
স্কটল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত
স্কটল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

দ্বিতীয় ম্যাচে টসে জিতেছে স্কটল্যান্ড। স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে বেশ ফুরফুরে রয়েছে স্কটিশরা। তাই এই ম্যাচে জয় নিয়ে সুপার টুয়েলভে খেলার আরও কাছে চলে যেতে চাইবে। অন্যদিকে স্বাগতিক ওমানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানের পরাজয়ের পর নিজেদের ফিরে পেতে এ ম্যাচে জয় চাইবে পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম সুযোগ পেয়েছে পাপুয়া নিউগিনি। তাই অন্তত একটি ম্যাচ হলেও জিতে স্মরণীয় করে রাখতে চাইবে তারা।

স্কটিশ অধিনায়ক বললেন, সব ম্যাচ জেতার, ইতিহাস গড়ার ভালো সুযোগ আছে আমাদের সামনে। জাতি হিসেবে বড় কিছু অর্জন করার মতো দল আছে আমাদের। প্রথম ম্যাচের স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনেছে স্কটিশরা। সাফইয়ান শারীফের বদলে দলে এসেছেন আলিসদাইর ইভান্স।

অন্যদিকে পাপুয়া নিউগিনি আগের ম্যাচের ভুল শোধরানোর কথা শুনালেন। ভালা বলেন, দুই উইকেট পড়ে যাওয়ার পর আমরা লড়াই করেছিলাম, এটা ইতিবাচক দিক। আমরা পরিকল্পনাটা ঠিকঠাক প্রয়োগ করতে পারিনি। নিজেদের ওভারগুলো ঠিকঠাক শেষ করতে পারিনি। 

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ের ইভানস, ব্র্যাড হোয়েল।

পাপুয়া নিউগিনি একাদশ

টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।