
হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
সৌদিতে যাওয়া ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮এবং আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮২ হাজার ৭৫৫ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২১ মে শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।