সৌদিতে ১১ বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু

0
213
১৫ হাজার ৭১৮ হাজি দেশে ফিরেছেন
১৫ হাজার ৭১৮ হাজি দেশে ফিরেছেন

হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরব গিয়ে ১১ বাংলাদেশি মারা গেছেন।

রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের কিছুটা ভিন্নতার কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি মৃত্যুও হয় অনেকের।

চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।