সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ১০

0
80
সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ১০
সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ১০

সোমালিয়ায় একটি হোটেলে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ‘হায়াত হোটেল’-এর সামনে বিস্ফোরণ ঘটায় জিহাদিরা। এরপর অ্যাসল্ট রাইফেল নিয়ে হোটেলে প্রবেশ করে এবং ভেতরে থাকা মানুষদের ওপর গুলি চালায় তারা। তাদের থামাতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা এপি প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১০ বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি সরকার।

বার্তা সংস্থা এএফপিকে সোমালিয়ার আরেক কর্মকর্তা মোহাম্মদ আব্দিকাদির জানিয়েছেন, হোটেল থেকে শিশুসহ কয়েক ডজন বেসামরিককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে কতজন মানুষ ভেতরে আটকে আছেন তাও জানা যাচ্ছে না।

এরই মধ্যে হামলার দায়ও স্বীকার করেছে জিহাদি সংগঠন আল-শাবাব। পশ্চিম আফ্রিকায় আল-কায়দার হয়ে কাজ করে সংগঠনটি। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ। শনিবারের হামলায় কতজন অংশ নিয়েছিল তা এখনও জানা যায়নি।

নিরাপত্তাবাহিনী এখনও অভিযান পরিচালনা করছে। হামলাকারীরা হোটেলের বিভিন্ন পয়েন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।