সোমবার ‘লকডাউনের’ খবরে ঢাকা ছাড়ছে অনেকে

0
29
লকডাউন ঘোষণা পর ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
লকডাউন ঘোষণা পর ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

আগামী সোমবার (২৮) জুন কঠোর লকডাউনের খবর শুনে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো সাধারণ মানুষ। দূর পাল্লার বাস, ট্রেন বন্ধ থাকলেও ভেঙ্গে ভেঙ্গে ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন তারা। আবার কেউ কেউ পায়ে হেঁটে রওনা দিয়েছেন গন্তব‌্যের উদ্দেশে। 

শনিবার (২৬ জুন) সকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ। যানবাহন সেভাবে না চললেও সকাল থেকে বাস টার্মিনালে ছিল মানুষের ভিড়। অনেকে রওনা হয়েছেন পায়ে হেঁটে।

শনিবার (২৬ জুন) রাজধানীর মহাখালীতে গিয়ে দেখা গেছে, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও মাইক্রোবাস, মোটরসাইকেল, লেগুনা, সিএনজি অটোরিকশায় করে দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব‌্যের উদ্দেশে রওনা দিচ্ছেন তারা।

দুপুর বেলা  রাজধানীর গাবতলীতে  দেখা যায়, উপচেপড়া ভিড় ঠিক ঈদে বাড়ি ফেরার মতোই অবস্থা চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে শনিবার সকাল থেকে ১৪টি ফেরি চলছে। শিমুলিয়া থেকে অসংখ্য যাত্রী বাংলাবাজার ঘাটে এসে নামছে। যাত্রীদের চাপ বেশি থাকায় ফেরিতে যানবাহনের সংখ্যা কম রয়েছে। এদিকে ঢাকাগামী যাত্রীদের ভিড় কিছুটা কমেছে বাংলাবাজার ঘাটে।