সোনাতলায় ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ

0
58
কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ
কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ

বগুড়ার সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন মনোনীত কৃষকের হাতে এ হার্ভেস্টারের চাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অফিসার রবিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল বারী।

আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার ইউসুফ আলী, কোম্পানি বিজনেস ডেভেলোপমেন্ট অফিসার অতীশ মজুমদার, জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দি গ্রামের কৃষক আকতারুজ্জামান ও তার স্ত্রী সহকারী শিক্ষক হোসনে আরা বেগম।