সুন্দরবনে আগুন নেভানোর কাজ চলছে

0
61
আগুন নেভানো
সুন্দরবনে আগুন নেভানোর কাজ চলছে

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া অংশে লাগা আগুন নেভানোর কাজ চলছে। সকাল ৬টা থেকে  ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

রোববার (৫ মে) সকাল ৮টা থেকে যৌথভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা। ৫০টি জায়গায় দেড় কিলোমিটারজুড়ে আগুন জ্বলছে।

আরও পড়ুনঃ মোরেলগঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ছে সুন্দরবন

এর আগে শনিবার (৪ মে) দুপুর ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এ আগুন লাগে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি।