সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

0
14
সুচিত্রা সেন
সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বর্ণিল আয়োজনে শেষ হল সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২০ ও ২১ এপ্রিল দুইদিনের এই চলচ্চিত্র উৎসব জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ- এর আয়োজনে উৎসবে উপস্থিত হন চলচিত্র প্রেমী প্রবাসী, দুই বাংলার সিনে পরিচালক, প্রযোজক ও অনেক তারকা। 

জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে স্থাপিত অস্থায়ী সত্যজিৎ রায়, জহির রায়হান ও তারেক মাসুদ হলে বাংলাদেশ ও ভারতের সর্বমোট ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর এতে অংশ নিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা।

বাংলাদেশি তারকাদের মধ্যে রয়েছেন- চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, তমা মির্জা প্রমুখ।

কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়া উৎসবটিতে অতিথি হিসেবে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত সাংস্কৃতিক ব্যক্তিত্ব।