সিলেটে জনসভা মঞ্চে যোগ দিলেন প্রধানমন্ত্রী

0
29
জনসভা মঞ্চে যোগ
সিলেটে জনসভা মঞ্চে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা মঞ্চে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সোয়া ৩টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হোন তিনি। জনসভাস্থলে পৌঁছে তিনি জাতীয় পতাকা নেড়ে নেতা-কর্মীদের উৎসাহিত করেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।