সিয়ামকে নিয়ে বাগজোলা খালে অভিযান, মিললো একাধিক হাড়

0
144
বাগজোলা
সিয়ামকে নিয়ে বাগজোলা খালে অভিযান, মিললো একাধিক হাড়

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় গ্রেপ্তার সিয়ামকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে  সিআইডি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার হতে জানা যায়, এ অভিযানে বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার করা হয়।

রোববার (৯ জুন) সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় গিয়ে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা। সেখান থেকেই হাড় উদ্ধার করা হয়। তবে, সেই হাড় এমপি আনারের কি না তা স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষায় তা জানা যাবে।

এর আগে, শনিবার (৮ জুন) সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দেন কলকাতার বারাসাতের আদালত। এরপর রোববার সকালে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযানে নামে কলকাতা পুলিশ।

গত শুক্রবার (৭ জুন) আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।