সিডনি ম্যারাথন ২০২৫ – এ দৌড়াবেন আল আমিন মিয়া

0
0
সিডনি ম্যারাথন
সিডনি ম্যারাথন ২০২৫-এ দৌড়াবেন আল আমিন মিয়া

আগামী ৩১ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড মেজর ম্যারাথন’ সিরিজভুক্ত টিসিএস সিডনি ম্যারাথন ২০২৫।

এতে অংশগ্রহণ করবেন  বাংলাদেশের আন্তর্জাতিক ম্যারাথন রানার আল আমিন মিয়া।এরই সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যোগ হতে যাচ্ছে গর্বের মুহূর্ত।

আল আমিন মিয়া ইতিমধ্যেই লাদাখ ম্যারাথন (ভারত), টাটা মুম্বাই ম্যারাথন (ভারত), ব্রাইটন ম্যারাথন (ইংল্যান্ড), লস অ্যাঞ্জেলেস ম্যারাথন (যুক্তরাষ্ট্র) এবং সিডনি ম্যারাথন ২০২৪-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবারের অংশগ্রহণের মাধ্যমে তিনি আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াবেন।

তিনি বলেন, “আমি গর্বিত যে বাংলাদেশের নাম ও পতাকা বিশ্বের অন্যতম বৃহৎ ম্যারাথন ইভেন্টে তুলে ধরতে পারছি। এই যাত্রায় আমার স্পনসর ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা আশা করছেন, সিডনি ম্যারাথন ২০২৫-এ তার দৌড় দেশের জন্য নতুন অনুপ্রেরণা ও সাফল্য বয়ে আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.