সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে

0
25
করোনা
সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে

সারাবিশ্বে গত ২৮ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে।

করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।

সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।

বিশ্বের ১০৩টি দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনো বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি কোভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।