সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক

    0
    41
    সাবেক পানিসম্পদ
    সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক

    ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ।

    শুক্রবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল।

    রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য৷

    শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী অঞ্জলী সেন।

    তিনি বলেন, ‘রাত ১০টার দিকে সাদা পোশাকধারী একদল লোক বাড়িতে আসে। তাদের সঙ্গে রুহিয়া থানার ওসিও ছিল। তারা বলে আমার স্বামীর ভালোর জন্য তারা তাকে নিয়ে যাবে এবং আধা ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে। তাদেরকে অনেক অনুরোধ করি আমার স্বামী অসুস্থ, তাকে নিয়ে যায়েন না। তারা আমার কথা শোনেনি এবং আমার স্বামীকে গাড়িতে করে নিয়ে যায়। কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কিছু বলেনি।’

    রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশের হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। আমি যতদুর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র। এর থেকে বেশি কিছু আমি জানি না।’