সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

0
8
সাবিনা
সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতায় সাবিনাদের এই পুরস্কার দিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ শনিবার (৯ নভেম্বর) ছিল বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভা। সবার শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। চ্যাম্পিয়ন মেয়েদের দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণাটি তিনি দেন।

সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। তবে অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষনা আসে। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করলো।