সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ৩য় বাংলাদেশ

0
0
সাংবাদিকদের জন্য বিপজ্জনক
সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ৩য় বাংলাদেশ

চলতি বছর বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের সকলের পেশাগত দায়িত্ব পালনের সময় মৃত্যু হয়। আর এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। নিহতের তালিকায় অনুযায়ী বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে। সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় ৩য় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

আরএসএফ এর তথ্যমতে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এদের মধ্যে ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন গাজায় এবং দুই জন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ এর প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। পাকিস্তানে ২০২৪ সালে সাতজন সাংবাদিক নিহত হয়েছে। এর পরের তালিকায় রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।

এর আগে ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫ জন। এ ছাড়া আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন।

যেসব দেশে সবচেয়ে বেশিজন সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মিয়ানমার এবং ইসরায়েল। চীনে ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন এবং ইসরায়েলে ৪১ সাংবাদিককে বন্দী করা হয়েছে।

এ ছাড়া আরও ৫৫ জন সাংবাদিককে বর্তমানে জিম্মি করে রাখা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে জিম্মি করে রেখেছে ইসলামিক স্টেট (আইএস)। সেইসঙ্গে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.