সহজ ডটকম কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের করা দুই লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই জরিমানা করেছিল ভোক্তা অধিকার।
রোববার (৩১ জুলাই) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে অনিয়মের বিষয়ে প্রমাণ পাওয়ায় ২০ জুলাই দুই লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিদপ্তর। এরপর এ জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে সহজ ডটকম পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ব্যারিস্টার তানজিবুল আলম।
এর আগে গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি। শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন। তারা কমলাপুর স্টেশনে অবস্থান নিয়ে গান, কবিতা, পথনাটক ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান। যা সারাদেশে আলোড়ন তোলে। এরপর রনির দাবির পক্ষে সমর্থন জানাতে থাকে মানুষ।