সর্বশেষ মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭

0
30
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। 

রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এখন পর্যন্ত মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থলের আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজে ৩৯ জন, শেখ হাসিনা বার্ন ইউনিটে ১৭ জনসহ বিভিন্ন হাসপাতালে আহত হয়ে ৬০ জনের বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার ডিজি।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া আরও অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।