শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে থাকবেন বাইডেন

0
15
নির্বাচনি লড়াইয়ে
শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে থাকবেন বাইডেন

পুনরায় নির্বাচিত হতে ‘শেষ পর্যন্ত’ নির্বাচনি লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার (৩ জুলাই) ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তা ব্যক্তির সঙ্গে এক ফোনকলে এসব কথা বলেন বাইডেন। খবর বিবিসি

নিজের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠায় বর্ষিয়ান এই ডেমোক্রেট প্রার্থী তার প্রার্থিতার বিষয়টি নিয়ে সরব হয়েছেন। খবর আলজাজিরার।

গত সপ্তাহে বাইডেনের প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পরিপ্রেক্ষিতে নিজের দলের ভেতর থেকেই তার প্রতি প্রার্থিতা প্রত্যাহারের দাবি ওঠে। তবে ৮১ বছর বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট গতকাল বুধবার (৩ জুলাই) জোর দিয়ে বলেন, চাপ সত্ত্বেও তিনি নির্বাচনি লড়াইয়ে থাকবেন।

নিজের নির্বাচনি স্টাফদের সঙ্গে এক আলোচনায় জো বাইডেন বলেন, ‘পরিষ্কারভাবে আমার পক্ষে এটি সম্ভব। সোজা-সাপ্টাভাবে বলতে গেলে, আমি পারব, আমি লড়ছি এবং কেউ আমাকে সরিয়ে দিতে পারবে না।’

বাইডেন আরও বলেন, ‘আমি লড়াই ছেড়ে যাচ্ছি না। আমি নির্বাচনের দৌড়ে শেষ পর্যন্ত আছি এবং আমরা জয়ী হতে যাচ্ছি।’