শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ

0
136
নরেন্দ্র মোদি
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ

আজ নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠককে ফলপ্রসূ আলোচনা বলে বর্ণনা করেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযোগ এবং আরো অনেক কিছু বিষয় উঠে এসেছে।’

এদিন বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার তিন দিনের সফরে নয়াদিল্লি যান শেখ হাসিনা। এ সফরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও রয়েছেন।