শেখ হাসিনার জন্মদিনে “রাইসুল আলম জনের” দুটি কবিতা

0
77
শেখ হাসিনার জন্মদিনে
শেখ হাসিনার জন্মদিনে "রাইসুল আলম জনের" দুটি কবিতা

একটি নক্ষত্র

একটি আকাশ পেয়েছি, ছিল একটি নক্ষত্র

ভেবেছি কি নাম দিবো তার,

যখন দেখেছি মানবতার পথে, উজ্জ্বল সেই নক্ষত্র

উন্নয়নের ধারায় দুর্বার গতিতে ছুটছে একটি দেশ

তখন আর ভাবিনি,

নাম দিয়েছি “শেখ হাসিনা” ।

যার দু চখে আছে পিতার স্বপ্ন

একটি সোনার বাংলাদেশ,

যার হৃদয়ে পিতৃ শোকের রক্তপাত,

তখন আর ভাবিনি

নাম দিয়েছি “শেখ হাসিনা” ।

স্বাধীন মাটিতে শ্রেষ্ঠ নেতৃত্বের ঝংকার ,

হে সাহসী নারী “শেখ হাসিনা” আপনি সারা বিশ্বের অহংকার

একটি নাম “শেখ হাসিনা

একদিন ইতিহাস পুরনো হবে,

হয়তো বইয়ের প্রতিটি অক্ষরে ধুলোবালি জমবে

তবু সেদিন প্রতিটি মানুষের মুখের বুলিতে থাকবে

একটি নাম ” শেখ হাসিনা”।

কারণ, হারিয়ে স্বজন

নেই আপনজন,

রক্তস্রোতে শোক,

সব ভুলে যিনি,

চেয়েছেন তিনি,

বাংলার মানুষ আপনজন হোক।