শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি

0
59
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷

লঞ্চডুবির ঘটনা মুঠোফোনে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান৷ তবে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজের সংখ্যা এখনও জানা যায়নি৷

উল্লেখ্য, গত বছরের ৮ জুলাই এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে৷ এতে নারী ও শিশুসহ ৩৪ জনের প্রাণহানি হয়৷