শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব

0
59

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইন মাধ্যমে শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’।

শুক্রবার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবটি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ‘হীরালাল সেন’ কে উৎসর্গ করা হয়েছে। ২৫ জুন শেষ হবে আট দিনের এই উৎসব।

এবারের উৎসবে প্রায় চার শতাধিক চলচ্চিত্র জমা হয়, সেখান থেকে উৎসবের জন্য নির্বাচকবৃন্দ ৮১টি স্বল্পদৈর্ঘ্য এবং ৩৮টি প্রামাণ্যচিত্রসহ মোট ১১৯টি চলচ্চিত্র মনোনীত করেছেন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি মোট ৩টি বিভাগে পুরস্কারের প্রচলন থাকলেও এ বছর আরও চারটি বিভাগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা যুক্ত করা হয় এবং পুরস্কারের অর্থমূল্যও বৃদ্ধি করা হয়েছে।

শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ২৫ হাজার, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ এবং বিশেষ জুরি পুরস্কার ৫০ হাজার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ২৫ হাজার, শ্রেষ্ঠ সম্পাদনা ২৫ হাজার, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ২৫ হাজার, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় ২৫ হাজার পুরস্কার দেওয়া হবে।

উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে ৮টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে অপরাজিতা সঙ্গীতা পরিচালিত ‘রিভোল্ট (দ্রোহ)’, হাসনাত সোহান পরিচালিত ‘প্রাচীন কয়েকটি গাছ’, সারা বিনতে আফজাল পরিচালিত ‘আশ্রয়’, জাহিদ পরিচালিত ‘রিউমার: অ্যা সোশ্যাল টিউমার’, ওয়াহিদ রাজ পরিচালিত ‘বায়োস্কোপ’, ফরিদ আহমেদ পরিচালিত ‘আনতারা’, সাহিল রনি পরিচালিত ‘মানুষ’, রাসেল রানা পরিচালিত ‘হাউসের ধুয়া’।

এর আগে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ এবং চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই চলচ্চিত্র নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৫ ও ২০১৭ সালে একাডেমি দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দু’বার ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’ আয়োজন করে। এরই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এবার আয়োজিত হচ্ছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’।

তিনি এ উৎসব সৃজনশীল সংস্কৃতিকর্মী এবং রুচিবান দর্শকদের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।