শাহরুখপুত্র আরিয়ান ৪ সপ্তাহ পর মুক্তি পেলেন

0
58
শাহরুখপুত্র আরিয়ান ৪ সপ্তাহ পর মুক্তি পেলেন
শাহরুখপুত্র আরিয়ান ৪ সপ্তাহ পর মুক্তি পেলেন

মুম্বাইয়ের আর্থার রোড সেন্ট্রাল জেল থেকে চার সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আজ শনিবার দুপুর ১২টার সময় তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে আর্থার রোড জেলের সুপার এন বি বায়াচাল বলেছেন, ইতোমধ্যে জামিনের নথি হাতে এসেছে। জামিনের আদেশপ্রাপ্ত সবার সঙ্গে আরিয়ানকে মুক্তি দেওয়া হবে। সকাল ১০টা থেকে ১২টার মধ্যে তাদের ছাড়া হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার জন্য সকাল আটটায় কনভয়ের গাড়িতে চেপে শাহরুখ খান আসেন। সকাল থেকে আর্থার রোড জেলের সামনে তাকে দেখা গেছে। শাহরুখ খানের নিরাপত্তার জন্য মুম্বাইয়ের আর্থার রোড সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার আরিয়ানের জামিন আবেদন মঞ্জুর করা হয়। মুম্বাই আদালতের আদেশ অনুযায়ী শুক্রবার আরিয়ানের জামিনে মুক্তির কথা ছিল। কিন্তু সময়মতো আইনী প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার তাকে মুক্তি দেওয়া হচ্ছে।

এদিকে জামিন পেলেও আরিয়ান খানকে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। এগুলো হলো- যে ধরণের পার্টি থেকে গ্রেফতার হয়েছেন, এরকম পার্টি করতে পারবেন না। তার সঙ্গে আরও যারা অভিযুক্ত, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না। আদালতের নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না, এছাড়া প্রতি শুক্রবার দুপুর ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ের এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী জাহাজ থেকে আরিয়ানসহ ১০ জনকে আটক করা হয়। টানা ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ানসহ সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়।