শতভাগ ভাড়া বৃদ্ধি করতে চান লঞ্চ মালিকরা

0
36
শতভাগ ভাড়া বৃদ্ধি করতে চান লঞ্চ মালিকরা
শতভাগ ভাড়া বৃদ্ধি করতে চান লঞ্চ মালিকরা

ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে শতভাগ ভাড়া বৃদ্ধি করতে চান লঞ্চ মালিকরা। এজন্য রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটি’এর সঙ্গে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বৈঠক শুরু হয়েছে।

রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বলেন, ‘তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া যদি সমন্বয় করতে হয়, তবে সেটা কীভাবে করবো, সেজন্যই আজকে বসেছি। কমিটির একটা প্রস্তাবনা রয়েছে, তারা চিঠিপত্র দিয়েছিলেন। সেটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা সমবেত হয়েছি।’

মাহবুব উদ্দিন আহমদ বলেন, ‘আমরা ভাড়া বাড়ানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ২০১৩ সালের পর লঞ্চভাড়া আর বাড়েনি। তেলের মূল্যটা অনেক বেশি বৃদ্ধি হওয়াতে মালিকদের পক্ষে লঞ্চ পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম, আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনি আজকে আমাদের সঙ্গে বসেছেন।’

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

জানা গেছে, লঞ্চ মালিকরা চান শতভাগ ভাড়া বৃদ্ধি করতে। আর বিআইডব্লিউটি’এর প্রস্তাবনা ২৮ দশমিক ৮২ শতাংশ বাড়ানো।

অর্থাৎ, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৪০ পয়সা করতে চান লঞ্চ মালিকরা। তবে বিআইডব্লিউটি’র প্রস্তাব, প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে ৪৯ পয়সা বা ২৮ দশমিক ৮২ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ১৯ টাকা করা যেতে পারে।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। লঞ্চ মলিকরাও সরকারের কাছে ভাড়া ভাড়া বৃদ্ধি দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেন। শনিবারের মধ্যে ভাড়া ভাড়া বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

শুক্রবার (৫ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা থেকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে লঞ্চভাড়া দ্বিগুণ বাড়ানোর বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন মালিকরা।