
বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। যা দিয়ে ওয়েব দুনিয়ায় ফারুকীর অভিষেক।
১৪ জুন সোমবার বিকেলে ফারুকী তার সিরিজটির নাম ঘোষণা করেন। আট পর্বের সিরিজটিতে উঠে এসেছে সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সকল কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প, নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো যা ১৯০টি দেশের দর্শকের হৃদয়ে অনুরণিত হবে ।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, মামুনুর রশিদ, ইরেশ যাকের, চঞ্চল চৌধুরী, শরাফ আহমেদ জীবন প্রমুখ। এটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা।
‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ নিয়ে ফারুকী বলেন, লেডিস অ্যান্ড জেন্টলমেনের মাধ্যমে ওয়েব সিরিজে আমার যাত্রা শুরু, তাও জিফাইভ গ্লোবালের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে।
আগামী ৯ জুলাই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ মুক্তি পাবে জিফাইভ গ্লোবাল প্ল্যাটফর্মে। বাংলাদেশি দর্শকরা ওয়েব সিরিজটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।