লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকের বিরুদ্ধে মামলা

0
47
লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকের বিরুদ্ধে মামলা
লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকের বিরুদ্ধে মামলা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) মামলা দায়ের করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে এজাহারের আদেশ দিয়েছেন।

আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বলেন, অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণ করেছেন। এর জন্য লঞ্চ কর্তৃপক্ষের অবহেলা ছিল। লঞ্চটিতে যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও শত শত যাত্রী নিয়ে ঘাঁট ছাড়েন। ফলে এক বিভীষিকাময় ঘটনার জন্ম হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং একজন আইনজীবী হিসেবে এ ট্রাজেডির সঠিক তদন্ত ও ন্যায় বিচারের জন্য স্বেচ্ছায় এ মামলাটি দায়ের করেছি। আশাকরি ন্যায়বিচার পাব।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে।