আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আজ বুধবার (২০ এপ্রিল) লঞ্চে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে টিকিট বেচাকেনা। দুই একটি লঞ্চে ভাড়া বাড়লেও সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট দিচ্ছেন মালিকেরা। তবে অব্যবস্থাপনার কারণে টিকিট পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের।
কিছু কিছু লঞ্চে অনলাইনে টিকিট বিক্রি চলছে। পারাবত ১০, মানামী ১, ২, সুরভী, সুন্দর বন ১০ লঞ্চের টিকিট বিক্রির জন্য বসে আছেন লঞ্চের দায়িত্বরত কর্মচারীরা।
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঢাকা থেকে বরিশালগামীলঞ্চ এমভি সুরভী ৭ সিঙ্গেল কেবিনে ১০০ টাকা ভাড়া বেড়ে ১৫০০ হয়েছে। ডাবল কেবিনে ২০০ টাকা বেড়ে ২৬০০ টাকা হয়েছে। ভিআইপি ১০০০ টাকা বেড়ে ৮০০০ টাকা হয়েছে। অন্যদিকে আগের ভাড়াই এখনো বহাল আছে পারাবত ১২ লঞ্চে। সিঙ্গেল কেবিন ১৪০০ টাকা।৷ ডাবল ২৮০০ টাকা, ভিআইপি ৮ থেকে ১০ হাজার, ডেক ৩৫০ টাকা।