করোনা ভাইরাসের প্রকোপ থামাতে সরকারের জারি করা কঠোর বিধি নিষেধ অমান্য করে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ায় রাজধানীর ৮ বিভাগে ২৪৯ জনকে আটক এবং ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সাজা দেয়া হয়েছে আটজনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ২২২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে, জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। রেকারিং করা হয়েছে ৪৬টি গাড়ি আর জব্দ করা হয়েছে ছয়টি গাড়ি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।