র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ‘জটিল প্রক্রিয়া’। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের কাছে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপ শেষে রোববার (২০ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড সংলাপে বসেন।
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ‘জটিল প্রক্রিয়া’
সংলাপ শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘‘রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীনে গণতান্ত্রিক রীতিনীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি রয়েছে।’’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে সম্পর্ক আরও জোরদারে ৮ম অংশীদারিত্ব সংলাপে যোগ দিতে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড।