
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন র্যাব-৬ এর কার্যালয়ে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক জনাব ইমতিয়াজ আহমেদ আগমন উপলক্ষে কেএমপি’র কমিশনার মোজাম্মেল হক সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১ টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেন।
অতঃপর র্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহা পরিচালক মহাদয়ের র্যাব-৬ এর কার্যালয় পরিদর্শন উপলক্ষে প্রীতিভোজে বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাবৃন্দের সহিত কেএমপি’র কমিশনার মহোদয় অংশগ্রহণ করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও প্রীতিভোজ অনুষ্ঠনে খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; র্যাব-৬, খুলনার অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন, পিএসসি, জি (আর্টিলারি); নৌ পুলিশ, খুলনার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ শরিফুল রহমান এবং খুলনা রিজিয়নের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-সহ বিভিন্ন ইউনিটের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।