রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে

0
48
রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে
রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে

চোখ ধাঁধানো রোনালদোর হ্যাটট্রিকেই দাপুটে এক জয় তুলে নিল পর্তুগাল। প্রতিপক্ষ লুক্সেমবার্গকে বিধ্বস্ত করল ৫-০ গোলে। ১৭ মিনিটে তিন গোল। এর মধ্যে দুটি তার। ম্যাচের শেষের দিকে পেলেন আরো একটি। ঝলমলে হ্যাটট্রিক, উজ্জ্বল রোনালদোও। সব মিলিয়ে তার দল পর্তুগাল করলো গোল উৎসব। স্তাদিও আলগ্রেভে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে পর্তুগাল।

আট মিনিটে ক্রিস্তিয়ানোর সফল স্পট কিকে এগিয়ে যায় পর্তুগাল। দুই মিনিট পর আবার পেনাল্টি পায় পর্তুগাল। ডি-বক্সে রোনালদোকেই ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস। এবারো ক্রিস্তিয়ানোর লক্ষ্যভেদ। কিন্তু পেপে ডি বক্সে ঢুকে যাওয়ায় পুনরায় কিক নেন ক্রিস্তিয়ানো। করেন গোলও।

১৭ মিনিটে সিলভার পাসে লুক্সেমবার্গের জাল কাপান ফার্নান্দেস। ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৪২ মিনিটে হ্যাটট্রিক হয়ে যেতে পারত ক্রিস্তিয়ানোর। কিন্তু তার নেয়া শট প্রতিহত করেন মরিস।

৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় রোনালদোর। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে হেডে গোল করেন সিআরসেভেন। পর্তুগালের হয়ে ক্রিস্তিয়ানোর এটি দশম হ্যাটট্রিক।

চমৎকার এ পারফরম্যান্সে ফের সংবাদের শিরোনাম হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা ফরওয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল মেগাস্টারের আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়াল এখন ১১৫ তে।

‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া।