
গত বারের ইউরো চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শিরোপা ধরে রাখার মিশন শেষ ষোলোতেই শেষ হবে তা কখনই ভাবতে পারে নি পর্তুগিজ দল। সেভিয়ার লা কার্তুহায় রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের স্থান করে নেয় বেলজিয়াম।
অথচ ম্যাচে বলতে গেলে সব দিক থেকেই এগিয়ে ছিল পর্তুগাল। বল দখল শতকরা ৫৮ ভাগ। থরগান হ্যাজার্ডের করা একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিল বেলজিয়াম। প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে যে ভাবে থোগান বল জালে জড়িয়ে দিল, তা অবিশ্বাস্য।
এবারের কোপায় চার ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচই জিতেছে পর্তুগাল। যা তাদের ইউরো কাপের ইতিহাসে এক আসরে সর্বনিম্ন পরাজয়ের রেকর্ড।
কোনোমতে এক গোলের লিড নিয়ে, সেটিই ধরে রেখে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায়ঘণ্টা বাজিয়েছে বেলজিয়াম। তবে শেষ আটে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। সেমিতে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ টানা ৩১ ম্যাচ ধরে অপরাজিত থাকা ইতালি। আগামী বুধবার দিবাগত রাতে হবে ম্যাচটি।