রুনু ভেরোনিকা টিকা নেওয়ায় গর্বিত কুমুদিনী পরিবার

0
124

করোনা ভ্যাকসিনের প্রথম টিকা গ্রহণ করেছেন টাঙ্গাইলের মির্জাপুরে শহিদ দানবীর রনদা প্রসাদ সাহার আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী নার্সিং স্কুলের সাবেক ছাত্রী ও সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

কুমুদিনী নার্সিং স্কুলের সাবেক এই ছাত্রীর দায়িত্বশীলতা ও দেশপ্রেমে মুগ্ধ হয়েছেন কুমুদিনী পরিবারের সদস্যগণ। গতকাল বুধবার কুমুদিনী নার্সিং স্কুলের শিক্ষক, নার্সসহ কুমুদিনী পরিবারের সদস্যগণ জানিয়েছেন, দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠানের একজন ছাত্রীর এমন সাহসিকতা তাদের গর্বিত ও ধন্য করেছে।

কুমুদিনী নার্সিং স্কুলের শিক্ষকগণ জানান, কুমুদিনী নার্সিং স্কুলের বিভিন্ন শাখায় পাঁচ শতাধিক নার্স পড়াশোনা করে আসছে। দেশে ও বিদেশে এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। যার দৃষ্টান্ত রুনু ভেরোনিকা কস্তা। রুনু কস্তার বাবার নাম বার্নাড কস্তা এবং মায়ের নাম বিনাতা কস্তা।