
“নাটকীয় টাইব্রেকারে সুইজারল্যান্ডের স্বপ্নকে গুঁড়িয়ে ইউরো কাপের শেষ চারে পৌঁছে গেল স্পেন। প্রথমার্ধে জাকারিয়ার আত্মঘাতী গোলে স্পেন এগিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে সমতা ফেরান শাচিরি।”
স্পেনের বিরুদ্ধে প্রথমে ম্যাচের ৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া। তারপর স্পেনের রক্ষণভাগের ভুলে গোল করে ম্যাচে সমতায় ফেরা। ফের সুইৎজ়ারল্যান্ডের রক্ষাকর্তা হয়ে ওঠেন জার্দান শাকিরি। তিনিই গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দুই অর্ধে কোনও দলই কোনও গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে এবার আর ভাগ্য সুইসদের সাথ দিল না।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সুইৎজ়ারল্যান্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন আলভারো মোরাতা-কোকে’রা।