শুরু হচ্ছে রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ সিজন–২

0
33
সিক্রেট বিউটি এক্সপার্ট
রিয়েলিটিশো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন–২

সারাদেশের আনাচে কানাচে থেকে বিউটি এক্সপার্টদের প্রতিভা তুলে ধরতে এনটিভিতে আবারও শুরু হচ্ছে দেশের প্রতিভাবান বিউটিশিয়ানদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো মমতাজ হারবাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন–২।

আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

মমতাজ হারবাল প্রোডাক্টসের সিওও আবদুল সাত্তার বলেন, দ্বিতীয় বারের মতো এনটিভির সঙ্গে এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। লুকায়িত প্রতিভাদের খুঁজে বের করে তাদের প্ল্যাটফর্ম দিতে পারা আমাদের গর্বের বিষয়।

অনুষ্ঠানে এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ বলেন, আমরা এখনো বিদেশি পণ্যের ওপর অনেকটা নির্ভরশীল। দেশীয় প্রোডাক্ট নিয়ে মানুষকে সচেতন করতে মমতাজ হারবাল ও এনটিভির এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এই সিজন আগের চেয়ে আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।

পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান বলেন, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা এখন সময়ের দাবি। মমতাজ হারবাল ও এনটিভির এই আয়োজন দেশের লুকায়িত প্রতিভাবান বিউটিশিয়ানদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে।

বিচারক কাজী কামরুল ইসলাম বলেন, গত সিজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও ভালো একটি প্রোগ্রাম দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।

ইতোমধ্যে মমতাজ হারবাল প্রোডাক্টস সারাদেশ থেকে রেজিস্ট্রেশন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১২০ জন সেরা বিউটিশিয়ান নির্বাচন করেছে। তাদের মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে ৩৬ জনকে নিয়ে শুরু হবে টেলিভিশন পর্বের প্রতিযোগিতা।

এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে আছেন দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান এবং বান-থাই ও বারবার বিউটি সেলুনের কর্ণধার কাজী কামরুল ইসলাম। এছাড়াও প্রতিটি পর্বে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকা অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান।

বিভিন্ন ধাপে প্রতিযোগিতা শেষে দেশসেরা ৩ জন “সিক্রেট বিউটি এক্সপার্ট” পাবেন নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার, প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, হেয়ার এক্সপার্ট বান-থাই ও বারবার বিউটি সেলুনের কর্ণধার কাজী কামরুল ইসলাম, এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডুসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.