রাশিয়ায় মানবদেহে শনাক্ত বার্ড ফ্লুর নতুন ধরন

0
47
বার্ড ফ্লু

বার্ড ফ্লুর নতুন ধরন এইচফাইভএনএইট প্রথমবারের মতো রাশিয়ায় মানবদেহে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। পোল্ট্রি খামার থেকে এই বার্ড ফ্লু মানুষের শরীরে সংক্রমিত হয়েছে বলে পরীক্ষায় শনাক্ত হয়েছে। এই ধরনটি কতটা প্রাণঘাতী, তা এখনও নির্ণয় করা যায়নি। খবর এএফপির।

বার্ড ফ্লুর অন্য ধরনগুলো মাঝেমধ্যে মানুষের শরীরে সংক্রমিত হয়ে থাকে। অনেক সময় এতে সংক্রমিত হয়ে মৃত্যুও হতে পারে। তবে এইচফাইভএনএইট নামের ধরনটি মানুষের শরীরে সংক্রমিত হওয়ার ঘটনা এটিই প্রথম। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে রুশ সরকার।

রাশিয়ার দক্ষিণে একটি পোল্ট্রি খামারের সাতজন কর্মী বার্ড ফ্লুর নতুন এই ধরন এইচফাইভএনএইটে সংক্রমিত হয়েছেন। রাশিয়ার স্বাস্থ্যবিষয়ক পর্যবেক্ষণ সংস্থার প্রধান আনা পোপোভা বলেন, ওই সাতজন সুস্থ আছেন। তিনি বলেন, সংক্রমণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। পোপোভা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের জন্য রাশিয়ার ভেক্টর গবেষণাগারের প্রশংসা করেন পোপোভা। সংক্রমিত কর্মীদের কাছ থেকে বার্ড ফ্লুর এই ধরনের জিনগত তথ্য ওই গবেষণাগারে আলাদা করা হয়।

পোপোভা বলেন, ভেক্টরের গবেষণা থেকে জানা গেছে, রূপান্তরিত বার্ড ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমিত হওয়ার মতো সক্ষমতা এখনও অর্জন করতে পারেনি। ভাইরাসটির আরও যেসব রূপান্তর হতে পারে, তা প্রতিরোধের জন্য বিশ্বকে প্রস্তুতি নিতে হবে।