রানী এলিজাবেথকে দেখলে মায়ের কথা মনে পড়ে বাইডেনের

0
55

মা শব্দটি আবেগের, অনন্ত শান্তির ডাক মা। রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের সময় তাকে দেখে মায়ের কথা মনে পড়ে আবেগে প্রবণ  হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জি সেভেন বৈঠক উপলক্ষ্যে ব্রিটেনে সফরের পর রানী এলিজাবেথের সাথে সৌজন্য সাক্ষাত করেন বাইডেন। এসময প্রেসিডেন্টের সাথে ছিলেন ফার্স্টলেডি জিল বাইডেন। বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। বলেন, রানী খুবই নরম মনের মানুষ।

বাইডেন জানান, রানীর সাথে কথা বলার পর মনে হয়েছে তিনি নিজের মায়ের সাথে কথা বলছেন। এসময় রানীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। সৌজন্য সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্টের সাথে কুশল বিনিময় করেন ব্রিটিশ রানী।

এ বছর জি৭ সম্মেলনের আয়োজক যুক্তরাজ্য। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । রোববার সম্মেলনের শেষদিনে ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেন বাইডেন। এসময় বাইডেনের কাছ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খোঁজ নিলেন রানী। 

বাইডেন জানান, রানীর সাথে কথা বলার পর মনে হয়েছে তিনি নিজের মায়ের সাথে কথা বলছেন। এসময় রানীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। সৌজন্য সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্টের সাথে কুশল বিনিময় করেন ব্রিটিশ রানী।