রাজধানী ধানমন্ডিতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

0
79
লেগুনায় বাসের ধাক্কায় ৪ জন নিহত
লেগুনায় বাসের ধাক্কায় ৪ জন নিহত

রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে ঘটনাটি ধানমন্ডির ৮ নম্বরে ঘটে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন।

নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে বের হন বাবা। এসময় সিএনজিতে উঠতে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।