রাজধানী ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

0
48
রাজধানীসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৭টা থেকে পরের ছয় ঘণ্টায় এ অবস্থা বিরাজ করবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ ২৫ কিলোমিটার পর্যন্ত এর বেগে বৃদ্ধি পেতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।