ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ওয়ার্ড ডেঙ্গুতে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বর্ষাকালীন জরিপের রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ওয়ার্ড হলো: ১, ১১, ১৪, ১৬, ১৯, ২০, ২১, ২৪, ২৮, ৩৩, ৩৪, ৩৫, ৩৯ এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ওয়ার্ড হলো: ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ৩৪, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৮, ৫১।
এদিকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৪৩৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০। তবে এ সময় ডেঙ্গুতে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ৩১৫ জনই ঢাকার বাসিন্দা। এ সময় ঢাকার বাইরের হাসপাতালে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৩ জন।
বর্তমানে দেশের ১ হাজার ৫৬০ ডেঙ্গু রোগীর ১ হাজার ১৯১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ৩৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩৮৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মোট রোগী ভর্তি রয়েছেন ২ হাজার ৬২৪ জন।
মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪০২ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮ হাজার ১৭১ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ২৩১ জন।
গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।