রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
46
পিকআপের ধাক্কায় তিনজন নিহত 
পিকআপের ধাক্কায় তিনজন নিহত 

রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় জাহাঙ্গীর মাতবর (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টায় ও শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতের বাসা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের।

জাহাঙ্গীরের ভাগিনা অহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর গ্রামেই কৃষিকাজ করতেন। পারিবারিক কাজে গতকাল ঢাকায় আসেন। আজ সকালে পুরান ঢাকা থেকে তারা ৪ জন মিলে ফকিরাপুল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গুলিস্তান যান। সেখানে সড়ক পার হওয়ার সময় একটি বাস অপরটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরকে চাপা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর সকাল পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।