আজ বুধবার(২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। দিবসটি পালনে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সকালে রাজধানীতে র্যালি আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি। রাজধানীর ফাঁকা সড়কে শোভাযাত্রায় হাজির হন হাজার হাজার মানুষ।
শোভাযাত্রার সামনেই ১১ নবীপ্রেমীর হাতে ছিল ‘ইয়া নবী সালামু আলাইকুম’। কালেমা খচিত পতাকা ছাড়াও ছিল বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা। ছিল রং-বেরঙের প্ল্যাকার্ড।
মিছিলে অংশ নেওয়া মানুষের মুখে ছিল মহানবী (সা.)-এর প্রতি প্রশস্তি। তাদের পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। এ সময় পথ চলতি মানুষের মনোযোগ আকর্ষণ করেন তারা। রাজধানীর পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা শহরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে সরকারি ছুটি। তবে সংবাদপত্রের অনলাইন বিভাগসহ আরও কিছু জরুরি সেবা চালু রয়েছে।