![রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’](https://oporazoya24.com/wp-content/uploads/2021/12/Untitled-1-69-696x364.jpg)
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ‘বিজয় শোভাযাত্রা’শুরু হয়েছে। রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা শুর হয়। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে এটি শেষ হওয়ার কথা রয়েছে।
বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপুরের আগ থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ থেকে শুরু করে দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন।
আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুতি দেখা গেছে। একেক জনের গায়ে দেখা গেছে বিজয়ের সাঁজ। কেউ কেউ নিজেদের জড়িয়েছেন পতাকার আদলে তৈরি পোশাকে। এছাড়া মাথায় পতাকা ও বিজয়ের নানান চিহ্ন এঁকেছেন আওয়ামী নেতাকর্মীরা।