রাঙামাটিতে লড়ির ধাক্কায় অটোরিকশা ছিটকে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।
নিহতরা হলেন- নবীর হোসেন (৫০) ও মো. হানিফ (৫০)। তাৎক্ষণিক নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান (অপরাধ) বলেন, রাঙামাটি- চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় একটি লড়ি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।
এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শওকত আকবর বলেন, চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আরেকজন মারা যান। আহত অবস্থায় নুরুল আজিমকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।