সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘতেছে রংপুরের মিঠাপুকুর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), দেলোয়ারা বেগমের ছেলে ইদা মিয়া (৩৫) এবং তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দেলোয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটতে মই দিয়ে জাংলাতে উঠলে সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভেতরে পড়ে যায়। তার চিৎকারে ছোট ছেলে ঈদা টয়লেটের গর্তে নেমে মাকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন। পরে প্রতিবেশী ইবনুল এগিয়ে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন।
একপর্যায়ে তাদের সাড়া শব্দ না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকে আটকা পড়াদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়।