যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাট কারাগারে

0
100
যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাট কারাগারে
যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাট কারাগারে

অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আজ সম্রাট তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ৯ জুন দিন নির্ধারণ করেন আদালত।

এ দিন সকাল ১০টা ৫০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন সম্রাট। এরপর অ্যাম্বুলেন্স থেকে নেমে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় যান। পরে আবার অ্যাম্বুলেন্সে এসে বসেন।

এ দিন সকাল থেকে আদালত চত্বরে ভিড় করেন সম্রাটের অনুগত শত শত নেতাকর্মী। তারা সম্রাটকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।