চলছে বিশ্বকাপ ফাইনালের টগবগ শব্দ। এরই মাঝে স্তব্ধ করল যুবকের শান্তি বার্তা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই যুবকের জার্সিতে ভেসে উঠলো ‘ফ্রি প্যালেস্তাইন’! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের।
রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। ফলে নিরাপত্তার কারণে ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয় খেলা।
যুবকের টি-শার্টের সামনের দিকে বোমা বিস্ফোরণের মতো ছবি ছিল। আর তাতে লেখা ছিল, ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন।
টি-শার্টের পিছনে প্যালেস্তাইনের পতাকা আঁকা ছিল। আর সঙ্গে লেখা ছিল ”ফ্রি প্যালেস্তাইন’।