যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত

0
188
যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত
যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত

আয়নাবাজি খ্যাত সফল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র রিকশা গার্ল যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হচ্ছে।  চলতি মে মাসে দেশটির যেসব অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছেঃ

নিউইয়র্ক

*ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা, ম্যানহাটন, ৫ মে সন্ধ্যা ৭টা ৪৫ , প্রিমিয়ার শো
*জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস, কুইন্স, ৬ মে থেকে ১২ মে
*রিগ্যাল ওয়াল্ডেন গ্যালেরিয়া, বাফেলো, ১৪ মে এবং ১৫ মে
*রিগ্যাল কলোনি সেন্টার স্টেডিয়াম ১৩, আলবেনি, ১৫ মে
*রিগ্যাল বিংহ্যামটন ১২, বিংহ্যামটন, ১৫ মে
*রিগ্যাল ফার্মিংড্যাল স্টেডিয়াম ১০, ফার্মিংড্যাল, ১৪ মে এবং ১৫ মে
*শো কেস সিনেমা ডি লাক্স ব্রডওয়ে, হিকসভিল, ১৩ থেকে ১৯ মে
*লিন্ডেন বিএলভিডি, মাল্টিপ্লেক্স সিনেমাস, ব্রুকলিন, ১৩ থেকে ১৯ মে
*কনকোর্স প্লাজা মাল্টিপ্লেক্স সিনেমাস, ব্রংকস, ১৩ মে থেকে ১৯ মে
*রিগ্যাল শিপহেড স্টেডিয়াম ১৪, ব্রুকলিন, ১৪ মে এবং ১৫ মে

নিউ জার্সি

*রিগ্যাল কমার্স সেন্টার স্টেডিয়াম ১৮, নর্থ ব্রান্সউইক, ১৪ মে এবং ১৫ মে

ফিলাডেলফিয়া

*রিগ্যাল ওকস স্টেডিয়াম ২৪, ওকস, ১৫ মে

ম্যাসাচুসেটস

*অ্যাপেল সিনেমা ক্যামব্রিজ, বস্টন, ১৪ মে এবং ১৫ মে
*রিগ্যাল ফেনউইক ১১, বস্টন, ১৫ মে

ভার্জিনিয়া

*রিগ্যাল ফেয়ারফ্যাক্স টাউন সেন্টার ১০, ফেয়ারফ্যাক্স, ১৪ মে এবং ১৫ মে
*সিনেমার্ক ফেয়ারফ্যাক্স কর্নার অ্যান্ড এক্সডি, ফেয়ারফ্যাক্স, ১৩ মে থেকে ১৯ মে

ম্যারিল্যান্ড

*রিগ্যাল ম্যাজেস্টিক স্টেডিয়াম ২০ অ্যান্ড আইম্যাক্স, সিলভার স্প্রিংস, ১৪ মে এবং ১৫ মে

ফ্লোরিডা

*মুভিস অব লেক অর্থ, ওয়েস্ট পাম বিচ, ১৫ মে
*রিগ্যাল সগ্রাস স্টেডিয়াম ২৩ অ্যান্ড আইম্যাক্স, সানরাইজ মিয়ামি, ১৫ মে
*রিভার সিটি মার্কেটপ্লেস স্টেডিয়াম, জ্যাকসনভিল, ১৫ মে
* সিনেমার্ক অরল্যান্ডো অ্যান্ড এক্সডি, অরল্যান্ডো, ১৪ মে এবং ১৫ মে

নর্থ ক্যারোলিনা

* রিগ্যাল স্টারলাইট স্টেডিয়াম ১৪, চার্লট, ১৫ মে
* ব্রায়ার ক্রিক স্টেডিয়াম ১৪, রালেহ, ১৪ মে এবং ১৫ মে

ইলিনয়

*সিনেমার্ক অ্যাট সেভেন ব্রিজেস আইম্যাক্স, শিকাগো, ১৩ মে থেকে ১৯ মে
*রিগাল ক্যানটেরা স্টেডিয়াম ১৭ অ্যান্ড আরপিএক্স, ওয়ারেনভিল, ১৪ মে এবং ১৫ মে

মিশিগান

* সিনেমার্ক সাউথল্যান্ড সেন্টার অ্যান্ড এক্সডি, টেয়লর, ১৩ মে থেকে ১৯ মে
*বেল এয়ার লাক্সারি সিনেমাস, ডেট্রয়েট, ১৫ মে

ওহাইও

* আটলাস সিনেমা ইস্টগেট ১০, ক্লিভল্যান্ড, ৭ মে
* সিনেমার্ক পোলারিস ১৮ অ্যান্ড এক্সডি, কলম্বাস, ১৪ মে এবং ১৫ মে

ওকলাহোমা

* রিগ্যাল মিডওয়েস্ট সিটি, ওকলাহোমা সিটি, ১৫ মে

লুসিয়ানা

* সিনেমার্ক পারকিন্স রো অ্যান্ড এক্সডি, ব্যাটন রুজ, ১৪ মে এবং ১৫ মে

জর্জিয়া

*রিগ্যাল আটলান্টিক স্টেশন স্টেডিয়াম ১৮, অ্যাটলান্টা, ১৫ মে

টেক্সাস
*সিনেমার্ক ১৯ অ্যান্ড এক্সডি, হিউস্টন, ১৩ মে থেকে ১৯ মে
* সিনেমার্ক লিগ্যাসি প্ল্যানো, ডালাস, প্লানো, ১৩ মে থেকে ১৯ মে

*সিনেমার্ক নর্থ ইস্ট মল ১৮ অ্যান্ড এক্সডি, ডালাস – হার্স্ট, ১৪ মে এবং ১৫ মে
*রিগ্যাল গেটওয়ে স্টেডিয়াম ১৬ অ্যান্ড আইম্যাক্স, অস্টিন, ১৪মে এবং ১৫ মে
*সিনেমার্ক ২০ অ্যান্ড এক্সডি, প্লুগার্ভিল, ১৩ মে থেকে ২০ মে
*রিগাল আলমো কোয়ারি স্টেডিয়াম, সান আন্টোনিও, ১৫ মে

আরিজোনা

*থিয়েটার টিবিএ, মেসা, ১৫ মে

ক্যালিফোর্নিয়া

*লামলি নোহো ৭ থিয়েটারস, নর্থ হলিউড এলএ, ১৩ মে থেকে ২০ মে

*রিগাল আইরভিন স্পেকট্রাম ২০ অ্যান্ড আইম্যাক্স, আইরভিন এলএ, ১৪ মে এবং ১৫ মে
* রিগাল রিভারসাইড প্লাজা স্টেডিয়াম ১৬, রিভারসাইড এলএ, ১৪ মে এবং ১৫ মে
*সিনেমার্ক ২৫ অ্যান্ড এক্সডি, অরেঞ্জ এলএ, ১৩ থেকে ২০ মে
*রিগাল অন্টারিও প্যালেস ২২ অ্যান্ড আইম্যাক্স, অন্টারিও এলএ, ১৫ মে
*রিগাল মিরা মেসা স্টেডিয়াম ১৮ অ্যান্ড আইম্যাক্স, সান ডিয়েগো, ১৫ মে

* রিগাল হ্যাসিন্ডা ক্রসিং স্টেডিয়াম ২০, ডাবলিন এসএফ, ১৪ মে এবং ১৫ মে
* সিনেমার্ক সেঞ্চুরি ২৫ইউনিয়ন ল্যান্ডিং, ইউনিয়ন সিটি এসএফ, ১৩ মে থেকে ২০ মে
*রিগ্যাল বার্কলি সেভেন, বার্কলি এসএফ, ১৪ মে এবং ১৫ মে
*ল্যান্ডমার্ক শাটেক সিনেমাস, বার্কলি এসএফ, ২৬ মে
*সেঞ্চুরি ফলসম ১৪, ফলসম স্যাক্রামেন্টো, ১৪ মে এবং ১৫ মে

ওরেগন

*রিগ্যাল এভারগ্রিন পিকেডব্লিউওয়াই. স্টেডিয়াম, পোর্টল্যান্ড, ১৪ মে এবং ১৫ মে

ওয়াশিংটন

* সিনেমার্ক লিংকন স্কয়ার সিনেমাস, সিয়াটল, ১৪ মে এবং ১৫ মে

যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’-এর স্ক্রিনিং এর দায়িত্বে রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’। ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন অমিতাভ রেজা। ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা, যেটির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ‘নাইমা’ নামের এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবিটির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যরা।